গাজীপুরে স্বামীকে হত্যা করে ওয়ার্ড্রপে রেখে স্ত্রী কাজে যান
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
গাজীপুরে দাম্পত্য কলহের জেড়ে এক পাষন্ড স্ত্রী তার স্বামীকে হত্যা করেছে। শুধু তাই নই মৃত স্বামীকে ঘরের ওয়ার্ড্রোপে রেখে রীতিমত সে তার কর্মস্থলে যোগ দিয়েছে। ঘাতক স্ত্রী জীবন্নাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যা কান্ডের ঘটনা নিয়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গাজীপুরের শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকায় এই হত্যাকান্ডটি ঘটে। শুক্রবার মৃতদেহের খন্ডিত অংশ একই স্থান থেকে উদ্ধা করা হয়। নিহতের নাম রফিকুল ইসলাম (৩৫)। স্বামী-স্ত্রী দুজনেই চাকরীজীবী, স্ত্রী একটি পোষাক কারখানায় ও স্বামী টেক্সটাইল মিলে চাকরী করেন। স্ত্রীর বেতন ১৩ হাজার ও স্বামীর বেতন ৭ হাজার টাকা। স্বামী জীবন্নাহারের বেতনের টাকা তার কাছে জমা দিতে বলতেন। এই নিয়েই মুলত ঝগড়ার সূত্রপাত।
বৃহস্পতিবার সকালে রফিক তার স্ত্রী জীবন্নাহারকে বেতনের টাকা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে থাপ্পর মারেন। তারপর রফিক খাটে শুয়ে থাকেন, কিছু বুজে উঠার আগেই জীবন্নাহার তার রফিকের মাথায় ইট দিয়ে আঘাত করতে থাকেন। রফিক অজ্ঞান হয়ে পড়লে জীবন্নাহার রফিকের গলায় গামছা পেচিয়ে স্বাশরোধ করে তাকে হত্যা করে। পরে লাশ নিজ ঘরের ওয়ার্ড্রোপে রেখে যথারীতি কর্মস্থলে যান।
রাতের বেলা বাসায় ফিরে পাশে বোনের বাসা থেকে খেয়ে নিজ ঘরে ফিরেন। তারপর ওয়ার্ড্রপ থেকে লাশ বেড় করে বটি দিয়ে কেটে ছয় টুকরা করে বাশ ঝাড় ও পাশের ডুবায় ফেলে দেন। শুক্রবার গাজীপুরের পুলিশ লাশের টুকরাগুলি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে স্ত্রী হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে।