তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্য সমজোতা, ১৫-১৭ই ফেব্রুয়ারী বিশ্ব ইস্তেমা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বরাবরের মত দেরীতে হলেও এবারও বিশ্ব ইস্তেমা অনুষ্টিত হবে। গত কয়েক যুগ ধরে টংগীর তুরাগ তীরে জানুয়ারী মাসে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হলেও এবার তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্য মতানৈক্যর কারনে তা পিছিয়ে ১৫ থেকে ১৭ই ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হবে। এর আগে বিশ্ব এস্তেমার প্রস্তুতি পর্বে তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্য সংঘর্ষে হতাহত হলে তা অনুষ্টিত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বিবদমান দুই গ্রুপের মধ্য বেশ কয়েক দফা সমজোতা বৈঠক অনুষ্টিত হয়। আজ আবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতে সমজোতা বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে দুই গ্রুপের মুরব্বীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয় গ্রুপের মুরব্বীরা একে অপরকে জড়িয়ে ধরে কুলাকুলি করেন। এই সময় আবেগঘন পরিবেশ তৈরী হয়। দুই গ্রুপই এক সাথে বিশ্ব ইস্তেমা আয়োজনে সম্মত হয়। এর ফলে বরাবরের মত আবারও বিশ্ব ইস্তেমা নিয়ে টংগীর তুরাগতীর ধর্মপ্রাণ মুসলমানদের পদচারনায় প্রান চঞ্চল হয়ে উঠবে। প্রতি বছর সারাদেশসহ সারা বিশ্ব থেকে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ জমায়েত বিশ্ব ইস্তেমায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *