সংসদের বাইরেও বিরোধী দল হয়-খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন কারাবন্দী বেগম খালেদা জিয়া বলেছেন, সংসদের বাইরেও বিরোধী দল হয়। যারা জনগনের সমস্যা নিয়ে কথা বলে, আন্দোলন-সংগ্রাম করে,জনগনের অধিকার আদায়ের চেষ্টা করে তারাই প্রকৃত বিরোধী দল। তিনি আজ নাইকো দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানীকালে দুদক ও অভিযুক্ত আইনজীবীদের যুক্তিতর্কের এক পর্যায়ে এই কথা বলেন।নিজের আত্নপক্ষ সমর্থনের এক পর্যায়ে মওদুদ আহমদ বিচারকের উদেশ্য বলেন, নাইকোর সাথে চুক্তি করেছিল আওয়ামীলীগ সরকার, আমরা তার ধারাবাহিকতা রক্ষা করেছি। আমরা বিরোধী দলে আছি বলেই আমাদের মামলা শেষ হয়না। তখন দুদকের পক্ষের আইনজীবী বলেন, সংসদে বিরোধী দল হল জাতীয় পার্টি। তখন খালেদা জিয়া বলে উঠেন, বিরোধী দল শুধু সংসদে হয় না। সংসদের বাইরেও বিরোধী দল হয়। হুইল চেয়ারে করে দুপুর ১২টা ২০ মিনিটে বেগম খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে একই স্থানে অনতিদুরে একটি রুমে স্থাপিত অস্থায়ী আদালতে হাজির করা হয়। জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বেগম জিয়া এখন নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের একটি কক্ষে গত ফেব্রুয়ারী মাস থেকে সাঁজা খাটছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *