ভোটের আগে যে সমস্ত জোট ও দলের সাথে সংলাপ হয়েছিল তাদের সাথে আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী-ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সংলাপে বসার ইচ্ছা ব্যক্ত করেছেন। নির্বাচনের আগে যে সমস্ত দল ও জোটের সাথে প্রধানমন্ত্রী সংলাপ করেছিলেন তাদের সাথেই আবারও সংলাপে বসবেন তিনি। আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সড়ক ও সেতু যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আজ আওয়ামীলীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু এ্যাভিনিউতে ঢাকা ও ঢাকার পাশ্ববর্তী জেলা সমূহের জেলা, উপজেলা, পৌরসভার সভাপতি ও সাধারন সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদের নিয়ে এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন।

ফাইল ফটো

নির্বাচনের আগে ঐক্য ফ্রন্ট, যুক্ত ফ্রন্টসহ মোট ৭৫টি দলের সাথে আলোচনা বা সংলাপ করেছিলেন। এ সমস্ত দলগুলিকে আবারও তিনি আমন্ত্রন জানাবেন গনভবনে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলগুলির নেতৃবৃন্দের সাথে আলোচনার পাশাপাশি আপ্যায়নেরও ব্যবস্থা থাকবে। অপরদিকে ঐক্য ফ্রন্টের পক্ষ থেকেও ৩০শে ডিসেম্বরের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যন করে প্রধানমন্ত্ররী তথা সরকারের সাথে আলোচনার প্রস্তাব করা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর এই আমন্ত্রনে রাজনীতিতে আবার নতুন মেরুকরন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর এই আহ্বানের প্রেক্ষিতে ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ কি সিদ্ধান্ত নেয় তা দেখতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে প্রধানমন্ত্রীর আবার সংলাপে বসার ইঙ্গিত রাজনীতিতে গুনগতমান বৃদ্ধির সম্ভাবনা জাগিয়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *