আগামী দিনগুলিতে শেখ হাসিনা যা যা চমক নিয়ে আসতে পারেন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আগামী দিনগুলিতে আওয়ামীলীগ ও মন্ত্রী সভায় আরো বড় বড় চমক আসতে পারে। রাজনীতিতে আসার পর থেকেই একটার পর একটা চমক সৃষ্টি করে চলেছেন শেখ হাসিনা। তিনি তার মেধা, প্রজ্ঞা, সততা, দৃঢ়তা ও অসীম সাহস দিয়ে একের পর এক চমক নিয়ে আসছেন। তার এই সমস্ত গুনাবলীর কারনে তার খ্যাতি এখন দেশ ছেড়ে সারা বিশ্বজুড়ে। এবার তিনি নতুন যে মন্ত্রীসভা করতে যাচ্ছেন তাতে সংখ্যায় তরুনরাই বেশী। ৪৭ সদস্য বিশিষ্ট এই মন্ত্রী সভায় নতুনমুখ ২৭ জন।
এবারের মন্ত্রী সভা থেকে আওয়ামীলীগের হেভীওয়েটরা বাদ পড়েছেন। এদের মধ্য রয়েছেন জননেতা আমির হোসেন আমু, তুফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী। এরা গত মন্ত্রীসভার সদস্য ছিলেন। আবার বরাবরের মত মন্ত্রীসভা থেকে বাদ পড়েছেন শেখ সেলিম। শেখ হাসিনার বেয়াই ও এলজিআরডি মন্ত্রী মোশারফ হোসেনের নামও এই মন্ত্রী সভায় নাই।
আবার শরিক দলগুলির চলমান মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জেপির আনোয়ার হোসেন মঞ্জুও নতুন মন্ত্রী সভায় স্থান পাননি। তবে রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন এর পিছনে নিশ্চয় ভাল কোন কারন রয়েছে। সামনের দিনগুলিতে এদের জন্য হয়ত আরো বড় চমক অপেক্ষা করছে।