শেখ হাসিনাকে সরকার গঠনের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

সংখ্যা গরিষ্ট দলের নেতা হিসাবে শেখ হাসিনাকে সরকার গঠনের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর আগে আওয়ামীলীগের পার্লামেন্টারি বোর্ডের এক বৈঠকে শেখ হাসিনাকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচন করা হয়। এই নিয়ে শেখ হাসিনা চারবার সংসদ নেতা হলেন। এই নিয়ে টানা তিনবার তিনি সংসদ নেতা নির্বাচিত হন। এর মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অনন্য ইতিহাস সৃষ্টি করছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

সংসদ নেতা নির্বাচিত হয়ে শেখ হাসিনা বঙ্গভবনে যান বিকাল চারটায়। সেখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি সংখ্যা গরিষ্ট দলের আস্থাভাজন নেতা হিসাবে শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রন জানান। এই সাক্ষাতে শেখ হাসিনার সাথে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *