সাম্যের দাবিতে ভারতের কেরালায় নারীরা ৬২০ কিলোমিটার দীর্ঘ মানব বন্ধন করেছে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের কেরালায় সম অধিকারের দাবিতে নারীরা ব্যপক শো ডাউন করেছে। প্রায় ৫০ হাজার নারীর অংশ গ্রহনে মুখরিত হয়ে উঠে কেরালার মহাসড়কগুলি। নারীরা সম অধিকারের দাবিতে প্রায় ৬২০ কিলোমিটার দৈর্ঘের মানব বন্ধন রচনা করে। জানা যায় ভারতের কেরালার সবরীমালা মন্দিরে ঐতিহ্যগতভাবেই ঋতুমতী নারীদের প্রবেশ করা নিষেধ। এই নিষেধাজ্ঞার আওতায় থাকা ১০ থেকে ৫০ বছর বয়সী নারীরা মন্দিরটিতে প্রবেশ করতে পারে না।
গত সেপ্টেম্বর মাসে ভারতের সুপ্রিম কোর্ট এই নিষেধাজ্ঞার বিপক্ষে রায় দেয়। ফলে মন্দিরটি সকল বয়সের নারীদের জন্য উন্মোক্ত হয়। কিন্তু এর পরও নারীরা এই মন্দিরে গেলে হামলার শিকার হয়। তার প্রতিবাদে কেরালার বামপন্থী দলগুলির উদ্যোগে সরকারের সহায়তায় নারীদের এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। নারীর বিনা বাধায় মন্দিরটিতে প্রবেশাধিকার চায়।