ধর্ষকদের কেউ রক্ষা পাবে না-ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ধর্ষকদের কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন প্রধানমন্ত্রী এই বিষয়ে জিরো টলারেন্স দেখাবেন। ধর্ষক সে যেই হউক তাকে কঠিন শাস্তি পেতে হবে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

ভোটের দিন রাতে নোয়াখালীর সুবর্ণ চরে এক গৃহবধুকে (৪০) দল বেধে ধর্ষণ করেছে এক দল ধর্ষক। ৩০শে ডিসেম্বর রাত ১২টার পরে এক দল ধর্ষক গৃহবধূর স্বামী ও সন্তানদের বেধে রেখে পালাক্রমে ওই গৃহবধুকে ধর্ষণ করে। পরদিন ধর্ষিতার স্বামী বাদী হয়ে থানায় মামলা করে। মামলার নথিতে উল্লেখ করা হয় গৃহবধু ধর্ষকদের সকলকেই চিনেন। এজাহারে তাদের নামও উল্লেখ করা হয়েছে। এর মধ্য ৩ আসামীকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকী আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে। ধর্ষিতা মহিলা এখন নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক জানিয়েছেন, ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষিতা জানিয়েছেন, নৌকায় ভোট না দেওয়ায় নৌকার সমর্থকদের দ্বারা তিনি ধর্ষিত হয়েছেন। ঘটনার সাথে অন্য কোন ঘটনার যোগ সূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *