বাস চাপায় দুই নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মালিবাগে শ্রমিকদের ভাংচুর ও অবরোধ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

রাজধানীর মালিবাগে দুই গার্মেন্টস নারী কর্মীর বাস চাপায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যপক ভাংচুর হয়েছে। নিহত শ্রমিকদের সহকর্মীরা দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই ভাংচুর চালায়। তারা প্রায় ৫০টির অধিক গাড়ি ভাংচুর করেছে ও একাধিক বাস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

মালিবাগ আবুল হোটেলের উল্টা  পাশের একটি গার্মেন্টেসে চাকরী করত নিহত নারী শ্রমিকদ্বয়। দুপুরে তারা খাবার খেতে রাস্তা পাড় হয়ে নয়াটোলার বাসায় যাচ্চিল। এই সময় সূপ্রভাত পরিবহনের একটি বাস দুই নারী শ্রমিককে চাপা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হয়। এই সময় আশেপাশের কয়েকটি পোষাক কারখানা থেকে কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে এসে ব্যপকভাবে যানবাহন ভাংচুর করে। তারা প্রায় ৫০টির মতো বিভিন্ন ধরনের যানবাহন ভাংচুর করে ও বেশ কয়েকটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশকে তারা ঢিল মারে। একজন মহিলা পুলিশ কর্মকর্তা নিকটস্থ একটি বাসায় অবরুদ্ধ হয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সে একটি চোখে গুরুতর আঘাত পেয়েছে।

দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত মালিবাগ রেলগেট হতে আবুল হোটেল পর্যন্ত রাস্তা অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ ও তান্ডব চালাতে থাকে। এই সময় এই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকে। সন্ধ্যার পর শ্রমিকরা রাস্তা ছেড়ে চলে গেলে আবার যান চলাচল শুরু হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *