নরসিংদী-৩ আসনের ধানের শীষের প্রার্থী মঞ্জুর এলাহী নির্বাচন করতে পারছেন না

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
শেষ মুহূর্তে এসে নির্বাচন করতে পারছেন না নরসিংদী-৩ আসনের ধানের শীষের প্রার্থী মঞ্জুর এলাহী। তিনিসহ বিএনপির আরো তিন প্রার্থীর নির্বাচন আটকে গেল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এক রিট আবেদনের মাধ্যমে। উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে যথাযথভাবে ও যথা সময়ে পদত্যগ না করায় তাদের পদত্যগ পত্র গৃহীত হয়নি। আর এই কারনেই হাইকোর্ট শেষ সময়ে এসে এই তিনজনের প্রার্থিতা স্থগিত ঘোষনা করেছে।
সুপ্রিম কোর্টে আবেদন করে প্রার্থিতা ফিরে পাবার আর কোন সুযোগ থাকলো না বলেই মনে হচ্ছে। কারন নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি। আর এই সময়ের মধ্য আইনী প্রক্রিয়া সম্পূর্ণ করে প্রার্থিতা ফিরে পাওয়া সম্ভব না। ফলে মঞ্জুর এলাহীসহ ধানের শীষের তিন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করা আর সম্ভব না। মঞ্জুর এলাহীর প্রার্থিতা বাতিল করার জন্য হাইকোর্টে রিটটি দাখিল করেছিলেন একই আসনের বর্তমান সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা।