চট্রগ্রাম-৪ আসনের ধানের শীষের প্রার্থীর ভাইয়ের গাড়ি থেকে পেট্রোল বোমা উদ্ধার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
চট্রগ্রাম- ৪ আসনের ধানের শীষের প্রার্থী ইসহাক কাদের চৌধুরীর ভাইয়ের গাড়ি থেকে পেট্রোল বোমা ও বোমা তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। ইসহাক চৌধুরীর ছোট ভাই আমজাদ হোসেন চৌধুরীর প্রাডো গাড়ি থেকে এই সমস্ত সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। ঐক্য ফ্রন্ট প্রার্থী ইসহাক চৌধু্রী বিএনপি নেতা আসলাম চৌধুরীর বড় ভাই।
গোপন সূত্রে খবর পেয়ে এই গাড়িটিতে তল্লাশী চালায় পুলিশ। গাড়িতে একটি বন্দুক, বন্দুকের গুলি ও ধানের শীষের পোষ্টারও ছিল। গাড়িটির চালক মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এই গাড়িটি ধানের শীষের নির্বাচনী কাজে ব্যবহৃত হয়ে আসছিল। এই একই আসনে গতকাল পেট্রোল বোমা হামলা চালালে আওয়ামীলীগের ৩ জন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আওয়ামীলীগের পক্ষ থেকে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করা হয়েছে।