নরসিংদীর রায়পুরায় বিগত ৫টি জাতীয় সংসদ নির্বাচনে কে কত ভোট পেয়েছিল তার পরিসংখ্যান

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বিগত ৫টি জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর রায়পুরা থেকে ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামীলীগ প্রার্থী রাজি উদ্দিন আহমদ রাজু ৪ বার এমপি নির্বাচিত হয়েছেন। আর বিএনপি প্রার্থী আব্দুল আলী মৃধা ১৯৯১ সালে এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীর প্রাপ্ত ভোটের পরিসংখ্যান নিন্মে দেওয়া হল-

১৯৯১ সাল

বিএনপির আব্দুল আলী মৃধার প্রাপ্ত ভোট-               ৩৭৩৬০ (বিজয়ী)

আওয়ামীলীগের রাজি উদ্দিন আহমেদ রাজুর প্রাপ্ত ভোট-৩৬৪৫৫ (পরাজিত)

১৯৯৬ সাল

বিএনপির আব্দুল আলী মৃধার প্রাপ্ত ভোট-                ৬১৮৬২ (পরাজিত)

আওয়ামীলীগের রাজি উদ্দিন আহমেদ রাজুর প্রাপ্ত ভোট- ৭৫৬৭২ (বিজয়ী)

২০০১ সাল

বিএনপির আব্দুল আলী মৃধার প্রাপ্ত ভোট-                ৯৯৫০৯ (পরাজিত)

আওয়ামীলীগের রাজি উদ্দিন আহমেদ রাজুর প্রাপ্ত ভোট- ১১৭০৯৬ (বিজয়ী)

২০০৮ সাল

বিএনপির জামাল চৌধুরীর প্রাপ্ত ভোট-                    ৭৭২৪৯ (পরাজিত)

আওয়ামীলীগের রাজি উদ্দিন আহমেদ রাজুর প্রাপ্ত ভোট- ১৪২৪২৭ (বিজয়ী)

২০১৪ সাল

আওয়ামীলীগের রাজি উদ্দিন আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *