নির্বাচনী প্রচারনা চালানোর সময় দেশের বিভিন্ন স্থানে আওয়ামীলীগের ওপর হামলা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

নির্বাচনী প্রচারনা চলাকালে গতকাল দেশের বেশ কয়েকটি স্থানে হামলার ঘটনা ঘটেছে। এই হামলাগুলির অধিকাংশই হয়েছে আওয়ামীলীগের ওপর। কোথাও রাতের অন্ধকারে আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আবার কোথাও ভাংচুর ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এই সমস্ত ঘটনায় সারাদেশে বেশ কয়েকজন আহত হয়েছে।

নোয়াখালীঃ নোয়াখালী ৫ আসনে নৌকার প্রার্থী ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের গনসংযোগ চলাকালে শুক্রবার হামলা হয়েছে। এই সময় হামলাকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এই হামলায় ওবায়দুল কাদের অক্ষত থাকলেও গাড়িতে থাকা ৬ জন আহত হয়েছেন। এই হামলার জন্য বিএনপিকে দায়ী করা হয়েছে। এই আসনে মহাজোটের প্রা্‌থী ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বী ঐক্য ফ্রন্টের ব্যারিস্টার মওদুদ আহমেদ।

মুক্তাগাছাঃ ময়মনসিংহের মুক্তাগাছায় শুক্রবার রাত ৯টায় আওয়ামীলীগের মিছিলে পেট্রোল বোমা হামলা হয়েছে। আশে পাশে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুষ্কৃতিকারীরা এই হামলা চালিয়েছে বলে স্থানীয় আওয়ামীলীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এই হামলায় একজন আহত হয় ও একটি মটর সাইকেল পুড়ে যায়।

সিলেটঃ সিলেট ৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী এমরান এমরান আহমদের ওপর ককটেল হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচারনা শেষে ফিরার পথে এই ককটেল হামলা হয়। তবে তিনি অক্ষত আছেন।

সাতক্ষীরাঃ কলারোয়ায় নৌকার প্রচারনা অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই হামলার সময় ১৪/১৫ বোমা নিক্ষেপ হয় অফিসটিতে। এতে অফিসটি সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়। জামাত শিবির ও বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে আওয়ামীলীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

চুয়াডাঙ্গয়াঃ দামুরহুদায় বৃহস্পতিবার রাতে আওয়ামীলীগের এক নির্বাচনী অফিসে হামলা চালিয়ে আওয়ামীলীগের দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। এছাড়াও একই উপজেলায় আরো কয়েকটি স্থানে আওয়ামীলীগের অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

এছাড়াও বরিশাল, বাগেরহাট,সীতাকুন্ড ও ত্রিশালে আওয়ামীলীগের অফিসে হামলা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসবে এই চুরাগুপ্তা হামলার সংখ্যা ততই বাড়বে বলে বিশ্লেষকরা আশংস্কা প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *