নরসিংদীর রায়পুরায় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নাই!

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নাই বলে সরকার বিরোধী জোট ও দল থেকে বরাবরই বলা হচ্ছে। প্রায় প্রতিদিনই ঐক্য ফ্রন্ট ও তার মিত্রদের পক্ষ থেকে এই বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে ইসির কাছে আবেদন জানানো হচ্ছে। তবে নরসিংদীর রায়পুরাতেও এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নাই! আসুন বিষয়টি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করি……

* আওয়ামীলীগ প্রার্থী রাজি উদ্দিন রাজুর বয়স পচাত্তোরের ওপরে। এখানে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের বয়স পঞ্চাশের নীচে। বাপ ছেলের মত ব্যপার হয়ে দাড়িয়েছে। কাজেই এখানে লেভেল প্লেয়িং ফিল্ড নাই।

করনীয়ঃ এখানে হয় রাজি উদ্দিন আহমেদ রাজুর বয়স কমাতে হবে। অথবা আশরাফ উদ্দিনের বয়স বাড়িয়ে রাজুর সমান করতে হবে। তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হবে।

* রাজি উদ্দিন রাজু পাচ বার এমপি নির্বাচিত হয়েছেন রায়পুরা থেকে। অপরদিকে আশরাফ উদ্দিন এবারই প্রথম নির্বাচন করছেন। কাজেই এখানে লেভেল প্লেয়িং ফিল্ড নাই!

করনীয়ঃ রাজি উদ্দিন আহমেদ রাজুর ৫ বারের এমপিত্ব কেড়ে নিতে হবে। অথবা আশরাফকে ৫ বারের এমপি ঘোষনা করতে হবে। তাহলেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হবে!

* এ দুজনের শিক্ষার ক্ষেত্রেও লেভেল প্লেয়িং ফিল্ড নাই।

করনীয়ঃ দুজনকে একই রকমের শিক্ষার সার্টিফিকেট নিতে হবে! তাহলেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হবে রায়পুরায়!

* নৌকার প্রার্থী রাজুর পোষ্টারে ছেয়ে গেছে রায়পুরা। অপরপক্ষে আশরাফ উদ্দিন বকুলের পোষ্টার খুব কমই চোখে পড়ে। কাজেই এখানে লেভেল প্লেয়িং ফিল্ড নাই!

করনীয়ঃ নৌকার পোষ্টার ছিড়ে ফেলে কমাতে হবে। অথবা ধানের ছড়ার পোষ্টার বাড়িয়ে সমতা আনতে হবে। তাহলেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে!

* সারা রায়পুরাতে নৌকার প্রার্থীর পক্ষে ব্যপক প্রচারনা চলছে। ধানের ছড়া এ ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। কাজেই লেভেল প্লেয়িং ফিল্ড নাই!

করনীয়ঃ নৌকার প্রচারনা থামাতে হবে ও ধানের ছড়ার প্রচারনা বাড়াতে হবে। তাহলেই এ ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হবে।

* নৌকার মিটিং মিছিল গুলিতে ব্যপক লোক সমাগম হচ্ছে। অপরদিকে ধানের ছড়ার মিটিং মিছিলে অপেক্ষাকৃত কম লোক সমাগম হচ্ছে। কাজেই লেভেল প্লেয়িং ফিল্ড নাই এখানে!

করনীয়ঃ জনসাধারনকে নৌকার মিছিল মিটিংয়ে আসা কমাতে হবে ও ধানের ছড়ার ক্ষেত্রে বাড়াতে হবে। তা হলেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হবে।

* রাজুর বাড়ি নীচু এলাকায়, কিন্তু বকুলের বাড়ি অপেক্ষাকৃত উচু এলাকায়। কাজেই লেভেল প্লেয়িং ফিল্ড নাই!

করনীয়ঃ মাটি কেটে অথবা ভরে উভয়ের বাড়ি সমান করতে হবে। তাহলেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হবে!

বিদ্রঃ এই সমস্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী নির্বাচন কমিশনকেই করতে হবে। তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে!

——- বেরসিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *