গভীর রাতে টাঙ্গাইলে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৫

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

টাঙ্গাইলে গভীর রাতে পুলিশের ওপর হামলার খবর পাওয়া গেছে। এতে পুলিশের ৪ সদস্য আহত হয়। এই ঘটনায় পুলিশ ঘটনা স্থল থেকে ৫ জনকে আটক করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার সময় সখীপুরে এই ঘটনা ঘটে।

আসামী ধরার অভিযান চালিয়ে পিক আপ ভ্যানে করে ফিরার পথে গাড়িটি সখীপুর-সাগরদিঘী সড়কের বড় চওনা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তের দল সড়কে গাছ ফেলে পুলিশের ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা এই সময় ককটেল ফাঁটায় ও পুলিশের গাড়ি ভাংচুর করে। এই অবস্থায় আত্মরক্ষার্থে পুলিশ ১৯ রাউন্ড গুলি ছোড়ে। আহত পুলিশ সদস্যদের থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার মোটিভ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *