ভোর থেকে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজ ভোর থেকেই রাজধানীতে অবিরাম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে মাঝে মাঝে এর তীব্রতা বেড়ে হালকা বৃষ্টি ঝড়ছে। আবার কখনো তা মাঝারী বৃষ্টিপাতে পরিনীত হচ্ছে। আজ সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত আবহাওয়ার এমনই রুপ ধরা পড়েছে রাজধানীতে। বৃষ্টি এখনো হচ্ছে তবে ক্ষনে ক্ষনে মাত্রার পরিবর্তন হচ্ছে।
বিঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের কারনে এই বৃষ্টিপাতের সূত্রপাত হয়েছে। গত দুই দিন আগে সাগরে নিন্ম চাপের সৃষ্টি হয়ে পরে তা ঝড়ো হাওয়ায় রুপ নেয়। তারই প্রভাবে এই সময়ে এই বৃষ্টিপাত হচ্ছে। বৈরী আবহাওয়ার কারনে দেশের সমূদ্র বন্দর সমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। দেশের অনেক স্থানেই এই নিন্ম চাপের প্রভাবে বৃষ্টি্র খবর পাওয়া গেছে। এর ফলে আগামী সপ্তাহে একটি মাঝারী ধরনের শৈত্য প্রবাহের আসংস্কা করছেন আবহাওয়াবিদরা। এদিকে এই নিন্ম চাপের কারনে সৃষ্ট ঘূর্ণি ঝড়টি ভারতের অন্ধপ্রদেশ দিয়ে স্থলভাগে আঘাত এনে দুর্বল হয়ে পড়বে। এই ঝড়ে সাগর উত্তাল থাকার কারনে আন্দামান দ্বীপে আটকা পড়েছে প্রায় আড়াই হাজার পর্যটক।