বয়সের কারনে কি কামাল হোসেন ভারসাম্য হারিয়ে ফেলেছেন!
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আওয়ামিলীগ সরকারের গত ১০ বছরের উন্নয়নে দেশবাসী এখন আওয়ামীলীগ বন্দনায় ভাসছে। অবকাঠামো, সামাজিক, ব্যবসা বানিজ্য, যোগাযোগ, প্রযুক্তি, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রেই আওয়ামীলীগ তথা মহাজোট সরকার ব্যপক উন্নয়ন করতে সক্ষম হয়েছে। তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ব্যপক গনজোয়ার সৃষ্টি হয়েছে। নিরষ্কুশ সংখ্যা গরিষ্টতা নিয়ে আবারো আওয়ামীলীগ সরকার গঠন করবে এটা প্রায় নিশ্চিত। দেশের যে কোন সাধারন ভোটারকে জিজ্ঞাসা করলে এর পক্ষে উত্তর পাওয়া যাবে।
এই বিষয়টা যারা শুধু ঢাকায় বসে রাজনীতি আর কূটনীতিকদের সাথে মিটিং করেন তারা বুঝতে পারেন না। তারা তো সাধারন জনতার সাথে মিশেন না, সারা দেশে ভ্রমন করেন না। যারা শুধু প্রেস ক্লাবে ও বিদেশী কূ্টনৈতিক মিশনে নিয়মিত যাতায়ত করেন ও ওদের পরামর্শ শুনেন তাদের পক্ষে দেশের সিংহভাগ মানুষের মতামত জানা বা অনুধাবন করা সম্ভব না। যারা শুধু বিদেশী রাষ্ট্রের সহায়তায় চোরা পথে ক্ষমতায় যেতে চায় তারা বুঝতে পারেন না আগামী নির্বাচনে ঐক্য ফ্রন্টের সূচনীয় পরাজয় হবে। ওদের ওপর গন ধূলাই সবে শুরু হয়েছে। জনতার রুশানলে পড়ে অনেক কিছুই ঘটে যেতে পারে। এটা হয়ত কামাল হোসেনের নেতৃত্বে মান্না ভাইরা ইতিমধ্যই টের পেয়ে গেছেন। ঢাল নাই, তলোয়ার নাই, জনসমর্থন নাই, নির্বাচনে জামানত হারান- এরা সকলে একত্রিত হয়ে কূটকৌশলে স্বাধীনতা বিরোধীদের সাথে একাকার হয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, জনগননকে বোকা ভাবেন, আর কদিন পরেই টের পাবেন ক্ষমতায় যেতে কত ভোট লাগে।
যুক্তফ্রন্ট গঠন করলেন ও বললেন জামাতকে ছেড়ে দিলে বিএনপিকেও যুক্তফ্রন্টে নেওয়া হবে। কিন্তু বিএনপি জামাত কিংবা ২০ দল কোনটাই ছাড়েনি। তথাপি বিএনপিকে ঐক্য ফ্রন্টে নিয়ে নিজের ওয়াদারই বরখেলাপ করেছেন কামাল হোসেন। শুধু বিএনপিকেই ঐক্যফ্রন্টে নেওয়া হয়েছে তা নই, ২০ দল ও জামাতও একাকার হয়ে গেছে ঐক্যফ্রন্টে। একই প্রতীক ধানের ছড়া নিয়ে এরা সকলেই নির্বাচন করছে। গন ফোরাম, জেএসডি, নাগরিক ঐক্যে, জামাত-বিএনপি একই প্রতীক নিয়ে নির্বাচন করছে। জামাতের সাথে একই প্রতীক নিয়ে নির্বাচন করবেন আর বলবেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবেন, মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবেন এটা সারা জাতির সাথে চরম রশিকতা। যারা বুদ্ধিজীবীদের হত্যা করলো তাদেরকে বুকে টেনে নিয়ে আপনি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান শ্রদ্ধা জানাতে-এটা সহীদ বুদ্ধিজীবীদের প্রতি চরম অবমাননা। তাই অনেকে মন্তব্য করছেন কামাল হোসেন সাহেব বয়োভারে ভারসাম্যহীন হয়ে পড়েছন। তাই সাবধান হয়ে যান। জনগন আওয়ামীলীগ, উন্নয়ন ও মুক্তিযুদ্ধের পক্ষে এক হয়ে গেছে। একাত্তরের মত আবার জেগে উঠেছে জাতি। রাজাকার, দালাল ও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিরুদ্ধে আগামী ৩০শে ডিসেম্বর আবারো এই দেশের মানুষ বিজয় ছিনিয়ে এনে উন্নয়ন আর অগ্রগতির ধারাকে অব্যহত রেখে সোনার বাংলা কায়েম করবে।