কামাল এখন বেপরোয়া চালকের মত-কাদের
আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কামাল হোসেন এখন বেপরোয়া চালকের মত আচরন করছেন। তিনি বলেন, সারা দেশে আওয়ামীলীগের জোয়ার দেখে ঐক্য ফ্রন্ট বেসামাল হয়ে পড়েছে ও কামাল হোসেন এখন বেপরোয়া ড্রাইভারের মত আচরন করছে।
নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাবার পথে ফেনীর দাগনভূইয়া্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের সাথে কামাল হোসেনের দুর্ব্যবহারের নিন্দা জানিয়েছেন ওবায়দুল কাদের। শুক্রবার মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যুদ্ধাপরাধীদের নিয়ে একই প্রতীকে ঐক্য ফ্রন্টের নির্বাচন প্রসংগে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি প্রশ্ন কর্তা সাংবাদিককে খামোশ বলেন ও তাকে চিনে রাখবেন বলে হুমকি প্রধান করেন। এই সময় কামাল হোসেনকে বেপরোয়া দেখাচ্ছিল। সাংবাদিকদের সাথে তার এই উগ্র আচরনে সারাদেশে নিন্দার ঝড় বইছে।
কামাল হোসেনের খামোশ!
Posted by বিডি খবর তিনশতপয়ষটি ডটকম on Friday, December 14, 2018