বেগম খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পেতে আপিলে হাইকোর্টের বিভক্ত রায়
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কারাবন্দী বেগম খালেদা জিয়া ৩টি আসনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছিলেন। গতকাল খালেদা জিয়ার আবেদনের ওপর হাইকোর্টের একটি বেঞ্চে শুনানী হয়। আজ এই বিষয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবির বিভক্ত আদেশ দেয়। প্রিসাইডিং বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ খালেদা জিয়ার ৩টি মনোনয়নপত্র বৈধ বলে ইসিকে তা গ্রহন করার নির্দেশ দিয়ে রুল জারি করে। অপরদিকে বিচারপতি ইকবাল কবির খালেদা জিয়ার আপিল খারিজ করে দিয়ে রায় দেয়।
ফলে রিট পিটিশনটি এখন প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। প্রধান বিচারপতি তৃতীয় একটি বেঞ্চে খালেদা জিয়ার আপিলটি নিস্পত্তির জন্য পাঠাবেন। ফলে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে বেগম খালেদা জিয়াকে। এর আগে বেগম খালেদা জিয়া ৩টি আসনে মনোনয়নপত্র দাখিল করলে রিটার্নিং অফিসার তার ৩টি মনোনয়নপত্রই বাতিল করে দেন। পরে তার আইনজীবীরা নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করে ও শুনানী শেষে বেগম জিয়ার মনোনয়নপত্র বাতিলই থেকে যায়। এই অবস্থায় খালেদা জিয়া হাইকোর্টে আপিল করলে আজ এই বিভক্তি রায় আসে। উল্লেখ্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এখন কারাগারে সাজা ভোগ করছেন।