ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার খবর পাওয়া গেছে। আজ দুপুর ১২টার সময় তার নির্বাচনী এলাকায় জনসংযোগকালে গাড়ি বহরে এই হামলা হয়। হামলায় গাড়ি বহরে থাকা বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। তবে মির্জা ফখরুল অক্ষত আছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, ফখরুল দানারহাট এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে তার গাড়িবহরে এই হামলা হয়। আওয়ামীলীগের কর্মীরা এই হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে তিনি কারো নাম বলতে পারেননি। এই ব্যপারে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে স্থানীয় আওয়ামীলীগ এই হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তারা বলছেন, বিএনপি ও ছাত্রদলের কর্মীরাই এই হামলা চালিয়ে আওয়ামীলীগের ওপর দোষ চাপাচ্ছেন ভোটারদের সহানুভুতি পাওয়ার জন্য।