ভিকারুননিসার ছাত্রী আত্নহত্যার ঘটনায় পরিচালনা পর্ষদ প্রধানের ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের ছাত্রী আত্নহত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ক্ষমা প্রার্থনা করেছেন। আজ বিকালে স্কুলের ভিতরে সাংবাদিকদের সাথে আলোচনা কালে এই ক্ষমা প্রার্থনা করেন গোলাম আশরাফ তালুকদার। তিনি বলেন যদি আমারও পদদত্যগ করতে হয় আমি রাজি। কিন্তু অন্য সদস্যরা পদত্যগ করবেন কিনা তা তাদের নিজস্ব ব্যপার।

তিনি জানিয়েছেন দুই একদিনের মধ্য পরিচালনা পর্ষদের সভা ডেকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন অরিত্রীর ঘটনার জন্য আমরাও মর্মাহত ও দুঃখিত। সোমবার অরিত্রী আত্নহত্যার পর স্কুলটির ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্যান্যদেরকে দায়ী করে বিদ্যালয়ের সামনে আন্দোলন করে আসছিল স্কুলের ছাত্রী ও অভিবাবকরা। তারা ছয় দফা দাবি জানিয়ে বুধবার থেকে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে এই আন্দোলন করে আসছিল। এই ছয় দফা দাবির মধ্য ইতিমধ্যে ৪টি দাবি পুরন হয়েছে কিংবা পুরনের প্রক্রিয়া রয়েছে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৩ জনকে বরখাস্ত করা হয়েছে ও এমপিও বাতিল করা হয়েছে। এরই মধ্য বুধবার রাত ১১টায় অরিত্রীর শ্রেনী শিক্ষক হাসনা হেনাকে তার উত্তরার বাসা থেকে আটক করে ডিবি অফিসে আনা হয়েছিল। আজ তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। তারপর হাসনা হেনাকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.