জাতীয় পার্টির প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার ক্ষমতা মসিউর রহমান রাঙ্গার হাতে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জাতীয় পার্টির প্রার্থীদের চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে মশিউর রহমান রাঙ্গাকে। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্বাচন কমিশনে চিঠি দিয়ে এই তথ্য জানিয়েছেন। এর আগে এই প্রত্যয়নের ক্ষমতা দেওয়া হয়েছিল সদ্য সরিয়ে দেওয়া মহাসসচিব রুহুল আমীন হাওলাদারকে। দলীয় মনোনয়ন নিয়ে বানিজ্য করার অভিযোগে সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদারকে সরিয়ে মশিউর রহমান রাঙ্গাকে নতুন মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।
এর আগে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষমতা প্রধান করা হয়েছিল রুহুল আমীন হাওলাদারকে। নতুন মহাসচিব নির্বাচনের পর কে হবেন দলীয় প্রার্থী মনোনয়ন প্রদানের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি তা নিয়ে বেশ আলোচনা চলছিল রাজনৈতিক মহলে। আজকে মশিউর রহমান রাঙ্গাকে এই ক্ষমতা প্রদানের ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশনে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই জল্পনার অবসান হল।