ছাত্রী আত্ন হত্যায় উত্তাল ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর এক শিক্ষার্থীর আত্ন হত্যাকে কেন্দ্র করে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। ভিকারুননিসার ছাত্রী ও অভিভাবকরা স্কুলের গেইটে জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তারা ওই শিক্ষার্থীর আত্ন হত্যার জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা রকম শ্লোগান দিচ্ছেন।

অরিত্রী অধিকারী নামের ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর এক ছাত্রী রবিবার পরীক্ষা চলাকালে নকল করায় তার অভিবাবকদের সোমবার ডেকে এনে ছাত্রীসহ অভিবাবকদের অপমান করা হয়। অরিত্রীকে স্কুল থেকে বের করে দেওয়ার কথাও বলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষা। তারপর অরিত্রীসহ অভিবাবকরা শান্তি নগরের বাসায় চলে যান। বাসায় পৌছার কিছুক্ষন পরেই অরিত্রী রুমের দড়জা আটকে দেয়। তার মা দড়জা ধাক্কা ধাক্কি করে সারা না পেয়ে দড়জা ভেঙ্গে ভিতরে ঢুকে অরিত্রীকে ফ্যানের সাথে জুলন্ত অবস্থায় দেখতে পান।

অরিত্রীর পিতা মাতার দাবি সোমবার স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষা তাদেরকে ডেকে নিয়ে অপমান ও টিসি প্রদানের কথা বলায় সে আত্ন হত্যা করেছে। এর প্রতিবাদে আজ সকাল থেকেই শিক্ষার্থী ও অভিবাবকরা ভিকারুননিসা স্কুলের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছে ও ২৪ ঘন্টার মধ্য জড়িত শিক্ষকদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার কথা বলছে। স্কুলের কয়েকজন অভিবাবক বলেন নানা বিষয়ে অভিবাবকরা স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলেও কর্তৃপক্ষ সময় দেন না কিংবা কোন গুরুত্বই দেননা। অভিবাবকদেরকে যথেষ্ট নীচু করে দেখা হয়। এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ও কমিটিকে ৩ দিনের মধ্য রিপোর্ট দিতে বলা হয়েছে। তবে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু সন্দেহজক লোকজনকে এর সাথে সম্পৃক্ত থাকতে দেখা গেছে। তারা নানা ধরনের তৎপরতার মাধ্যমে পরিস্থিতি ঘোলা করার চেষ্ঠা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *