নরসিংদীতে নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে নরসিংদীর ৫টি আসনে বিভিন্ন কারনে মোট ৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। জেলার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রাথমিক বাছাইয়ে টিকে যাওয়া ও বাতিল হওয়া প্রার্থীদের নামের তালিকা ঘোষনা করেন।
নানা কারনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্য আছেন নরসিংদী-১ সদর আসনে ইসলামী ঐক্যজোটের মাওলানা মো. ইসহাক। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তার প্রার্থিতা বাতিল হয়। নরসিংদী-২, পলাশ আসনে হলফনামা না থাকায় জাসদের প্রার্থী জায়েদুল কবিরের প্রার্থিতা বাতিল হয়। একই আসনে ১% ভোটারের সমর্থন তালিকায় ভুয়া স্বাক্ষর থাকায় স্বতন্ত্র প্রার্থী আলতামাশ কবিরের প্রার্থিতা বাতিল হয়। একই কারণে এই আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার মহসিন আলী ও অসম্পূর্ণ হলফনামার কারণে বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়।
অপরদিকে নরসিংদী-৩, শিবপুর আসনে অসম্পূর্ণ হলফনামার কারণে স্বতন্ত্র প্রার্থী মো. দুলাল মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। আর নরসিংদী-৫, রায়পুরা আসনে ১% ভোটারের সমর্থন তালিকায় স্বাক্ষরে গড়মিলের কারণে স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে নরসিংদীর রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে।