টেস্ট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় জয়
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
টেস্ট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ইনিংস ও ১৮৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ২-০তে হোয়াইট ওয়াস হল ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এই জয়ের মূল নায়ক মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে স্পিন যাদুতে ওয়েস্ট ইন্ডিজকে তছনছ করে দেন।
মিরপুর টেস্টে বাংলাদেশ দল টস জিতে প্রথম ব্যাট করে প্রথম ইনিংসে ৫০৮ রানের বিশাল সংগ্রহ করে। জবাবে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ১১ রানেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। ফলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ফলো অনে ফেলে আবার ব্যাট করতে পাঠায়। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সব কটি উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে। ফলে বাংলাদেশ সহজেই ইনিংস ও ১৮৪ রানের জয় তুলে নেয়।
মিরপুর টেস্টে অভিষেক করা সাদমান ইসলাম ৭৬, সাকিব আল হাসানের ৮০ ও মাহমুদুল্লাহর ১৩৬ রানের সুবাদে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫০৮ রানের বিশাল সংগ্রহ করে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ শিকার করেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসেও তিনি ৫ উইকেট নেন। মেহেদীর স্পিন যাদুতেই কপোকাত হয় ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টের সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ৪০ উইকেট শিকার করে।
স্কোরঃ বাংলাদেশ-৫০৮/১০(১ম ইনিংস)
ওয়েস্ট ইন্ডিজ-১১১/১০ ও ২১৩/১০(ফলো অন)