দন্ডিতদের নির্বাচনে অংশ গ্রহনের স্বপ্ন ভঙ্গ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কয়েকদিন আগে আমান উল্লাহসহ ৫ জন বিএনপি নেতার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ রায় দেয় যে, যারা দুই বছরের অধিক সময়ের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হয়েছেন কিংবা মুক্তিলাভের পর থেকে ৫ বছর অতিক্রান্ত হয় নাই তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেন না। যদি তাদের মামলা উচ্চ আদালতে বিচারাধীনও থাকে তাহলেও তারা নির্বাচনে অংশ গ্রহনের অযোগ্য বলে বিবেচিত হইবেন। শুধু মাত্র উচ্চ আদালতে দন্ড বা সাজা বাতিল হইলে তারা নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেন। হাইকোর্টের এই রায়ের মধ্য দিয়ে দন্ডিতদের নির্বাচনে অংশ গ্রহন করার পথ রুদ্ধ হয়। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে বিএনপির ভাইস প্রেসিডেন্ট ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। আপিল বিভাগ জাহিদ হোসেনের আপিল খারিজ করে দিলে হাইকোর্টের রায়ই বহাল থাকে।
কিন্তু হাইকোর্টের এই রায়ের দুইদিন পরই হাইকোর্টের একটি একক বিচারকের বেঞ্চ বিএনপির এমপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার আবেদনের প্রেক্ষিতে তার দন্ড স্থগিত করে দেয়। ফলে এই রায়ের সাথে আগের রায় সাংঘর্ষিক হয়ে পড়ে। অপরদিকে দন্ডিত যারা তারা নির্বাচনে অংশ গ্রহনের ক্ষেত্রে আশার আলো দেখতে থাকে। তারপর দুদক ও রাষ্ট্রপক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। আজ শনিবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত হাইকোর্ট কর্তৃক বৃহস্পতিবার দেওয়া রায় স্থগিত করে দেয়। ফলে উল্লেখিত দন্ডিতরা নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না। দুদক ও রাষ্ট্র পক্ষের এই আপিলের শুনানী রবিবার অনুষ্টিত হবে।