তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্য মারামারিতে টংগী রনক্ষেত্র ও একজন নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
তাবলীগ জামাতের দুই পক্ষের মারামারিতে টংগী রনক্ষেত্রে রূপ নেয়। এই সময় তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্য মারামারিতে এক জন নিহত ও প্রায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে। আহতদের টংগী হাসপাতালে ভর্তি করা হয়েছে। টংগী হাসপাতাল থেকে ২০ গুরুতর আঘাতপ্রাপ্ত ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সকাল থেকেই তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্য দফায় দফায় সংঘর্ষ হয়। পরে এই সংঘর্ষ বিমান বন্দর গোলচক্কর থেকে টংগী পর্যন্ত ছড়িয়ে পড়ে। তাবলীগের দুই পক্ষের মধ্য এক পক্ষ মাওলা সাদের অনুসারী ও অপর পক্ষ মাওলানা জুবায়েরের অনুসারী। মাওলানা সাদ অনুসারীরা কয়েকদিন আগে টংগী বিশ্ব এস্তেমা মাঠে ৩০শে নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত ৫ দিনের জোড় এস্তেমা করার ঘোষনা দেয়। এই খবরে মাওলানা জুবায়ের অনুসারীরা এস্তেমা মাঠ দখল করে সেখানে গেটে গেটে পাহারা বসায়। আজ মাওলানা সাদের অনুসারীরা ঢাকার দিক থেকে এস্তেমা ময়দানের দিকে আসতে থাকলে জুবায়ের অনুসারীরা তাদেরকে বিভিন্ন স্থানে বাধা দেয়। এর ফলে বিমান বন্দর গোল চক্কর থেকে টংগী পর্যন্ত স্থানে স্থানে ব্যপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এই সংঘর্ষ চলাকালে যান চলাচল ব্যহত হয় ও তীব্র যানঝট সৃষ্টি হয়। এর এক পর্যায়ে মাওলানা সাদের অনুসারীরা এস্তেমা মাঠের গেট ভেঙ্গে ও দেওয়াল টপকে এস্তেমা মাঠে ঢুকে পড়ে। এই সময় উভয় পক্ষের মধ্য ব্যপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে সাদের অনুসারীরা এস্তেমা মাঠ থেকে জুবায়ের সমর্থকদের বের করে দেয়। দুপুর সাড়ে বারটার সময় গাজীপুরের পুলিশ সুপার ও মেয়রসহ প্রশাসনের আরো অনেকে এস্তেমা মাঠে প্রবেশ করে উভয় পক্ষের সাথে মিটিং করে জানিয়ে দেয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কোন পক্ষই ৩০শে ডিসেম্বর পর্যন্ত এস্তেমা মাঠে কোন ধরনের জমায়েত করতে পারবে না।
টংগী
Posted by বিডি খবর তিনশতপয়ষটি ডটকম on Saturday, December 1, 2018