নরসিংদী সদর আসনে বিভিন্ন দল থেকে যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

নরসিংদী সদর আসনে মোট ৮ জন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নরসিংদীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের কাছে তারা মনোনয়ন পত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা প্রার্থিতা যাচাই বাছাইয়ের পর ২ তারিখে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন।

ছবিঃ ফেসবুক থেকে নেওয়া

যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন ………

আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ কর্নেল (অবঃ) নজরুল ইসলাম হিরু বীর প্রতীক। ২০০৮ সালে প্রথম বারের মত নির্বাচন করে তিনি এই আসনের এমপি হয়েছিলেন। বর্তমানে তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। জেলা আওয়ামীলীগের সভাপতিও তিনি।

বিএনপি থেকে মনোনীত প্রার্থী হলেন ডাকসুর সাবেক জিএস ও এই আসনের সাবেক এমপি খায়রুল কবির খোকন। তিনি নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ন সম্পাদক। ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি দলীয় এমপি সামসুদ্দিন এছাক মৃত্যুবরন করলে উপ নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন।

এ ছাড়া জাপা ‘র শফিকুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্রের আশরাফ হোসেন ভূঁইয়া, গণফ্রন্টের জাকির হোসেন, জাকের পার্টির আরিফুল ইসলাম ভূইয়া ও ইসলামী ঐক্যজোটের মামওলানা মোঃ ইসহাক নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে এদের তেমন একটা পরিচিতি নাই। মুল লড়াই হবে নজরুল ইসলাম হিরু ও খাইরুল কবির খোকনের মধ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *