নরসিংদীর রায়পুরা থেকে যারা বিভিন্ন দলের মনোনয়ন পেয়েছেন তাদের নাম
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নরসিংদীর রায়পুরা-৫ থেকে বিভিন্ন দলের মনোনীত প্রার্থী হিসাবে ৭ জনসহ মোট ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার নরসিংদীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের কাছে তারা দলীয় মনোনয়ন পত্র দাখিল করেন। রায়পুরা থেকে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন……
আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন বর্তমান সাংসদ রাজি উদ্দিন আহমেদ রাজু। বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন এডভোকেট নেছার উদ্দিন ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন। জাপার মনোনয়ন দাখিল করেন ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার ও মেহেরুন নেসা খান হেনা। এ ছাড়া ইসলামী আন্দোলনের মুফতি আব্দুল মোমেন ও বিএনএফ ‘র বিটু মিয়া মনোনয়ন পত্র দাখিল করেন। অপরদিকে দুইজন স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলাম ও নাজমুল হক সিকদার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।