রাজনীতিতে চলছে পরকিয়া প্রেম যার ফলাফল শুভ নয়
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশের রাজনীতিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে পরকিয়া প্রেম। যা দেশ এবং রাজনীতির জন্য শুভ লক্ষন নয়। পরকিয়া প্রেম মানেই হল এক ধরনের অবৈধ প্রেম, একজনের স্ত্রীর সাথে অন্য আরেক পুরুষের অবৈধ প্রেম, একজনের স্বামীর সাথে অন্য আরেকজন নারীর অবৈধ প্রেম যা আমাদের ইসলাম ধর্ম, এমন কি অন্যান্য ধর্মও স্বীকৃতি দেয় না। এ ধরনের প্রেমকে আমাদের সমাজ অবৈধ প্রেম হিসাবেই মনে করে আসছে যুগযুগ ধরে।
আমাদের দেশের রাজনীতিতেও চলছে নিলজ্জভাবে পরকিয়া প্রেম। দিনের বেলা তুমি যার ছিলে রাতের বেলা হয়ে গেলে তুমি অন্যের, দীর্ঘদিন যাবৎ তুমি যার সাথে সংসার করলে রাতের বেলা তাকে ছেড়ে তুমি চলে গেলে অন্যের ঘরে। কিন্তু তোমার এহেন কর্মকাণ্ডকে আমাদের সমাজ ঘৃনার চোখেই দেখে। তোমার লজ্জা নাই বিধায় তুমি এতে রোমাঞ্চ খোজে পাও। তোমার বিবেক নাই বলে তুমি তাকে খারাপ কিছু মনে কর না। লোভ লালসায় আর কামনা বাসনায় তুমি সবকিছু ভুলে গেছো।
বিএনপির সাথে পরকিয়া প্রেম করে কামাল হোসেন ও তার দল অবশেষে বিএনপির সাথে জোট গঠন করল। আবার কামাল হোসেনের প্রেমে মুগ্ধ হয়ে রব মান্নারা যোগ দিলেন কামালের সাথে। আবার কামাল হোসেন বিলীন হয়ে গেলেন বিএনপিতে। এ সব কিছুই অবৈধ প্রেমের ফসল। এই সবের ফলাফল হিসাবে যা আসবে তা অবৈধ সন্তানের মতই হবে।
বাংলাদেশের রাজনীতিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে অবৈধ প্রেমের মহা উৎসব। আওয়ামীলীগের গোলাম মাওলা রনি গতকাল বিএনপিতে যোগদান করেছেন। তিনি এতোদিন আওয়ামীলীগের ঘরে বসবাস করে বিএনপির সাথে পরকিয়া প্রেম করে আসছিলেন। অবশেষে প্রেমের টানে আওয়ামীলীগকে ছেড়ে বিএনপিতে চলে গেলেন। তবে সুচতর গোলাম মাওলা রনি যৌতুক হিসাবে ধানের শীষের টিকিট ভাগিয়ে নিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের অবৈধ প্রেম জাতির জন্য অশনি সংকেত।
আওয়ামীলীগের অধ্যাপক আবু সাইয়িদ গনফোরামের সাথে পরকিয়া প্রেম করে গন ফোরামে যোগ দিয়েছেন। এতদিন আওয়ামীলীগের সাথে ঘর সংসার করেও প্রেমের টানে তিনি গন ফোরামে চলে গেলেন, আওয়ামীলীগের কি হবে তা তিনি ভাবলেন না। অধ্যাপক আবু সাইয়িদও বিচক্ষন ব্যক্তি, কম খেলতে জানেন না তিনি। গোলাম মাওলা রনির মত তিনি গন ফোরামের ঘরে যাবার আগে যৌতুক হিসাবে গন ফোরামের টিকিট ভাগিয়ে নিয়েছেন। টিকিট পেয়েই তিনি পাবনায় হানিমুনে চলে গেছেন।
আবার বিএনপি থেকেও অনেকে প্রেমের টানে নিজ ঘর ছেড়ে অন্য দল কিংবা জোটে যোগ দিচ্ছেন কিংবা অবৈধ প্রেমে কিংবা পরকিয়া প্রেমে মত্ত আছেন। এই সমস্ত পরকিয়া প্রেমিকদের যদি জাতি সমাজ থেকে বিচ্যুত না করে তাহলে আগামী দিনে দেশে অশনি সংকেত নেমে আসবে। দেশের প্রধান দুই দল-আওয়ামীলীগ ও বিএনপির উচিত এই সমস্ত অবৈধ কিংবা পরকিয়া প্রেমিকদের নিজেদের দলে আশ্রয় না দেওয়া। বিভিন্ন দল থেকে পরত্যক্ত নীতি নৈতিকা বিবর্জিত এসমস্ত দল ছুট নেতাদের কাছে জাতি কিছু আশা করে না।