খালেদা জিয়াও নির্বাচন করতে পারবেন না

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বেগম খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেন না। বেগম জিয়াসহ যারা আদালত কর্তৃক দুই বছর কিংবা তার অধিক সময়ের সাজা পেয়েছেন তারা সকলেই আসন্ন নির্বাচনে অংশ গ্রহন করার যোগ্যতা হারিয়েছেন। দুর্নীতির দায়ে বিচারকি আদালতের দেওয়া সাজা স্থগিত চেয়ে আমান উল্লাহ আমানসহ বিএনপির পাঁচ নেতার করা আবেদন খারিজের রায়ে হাইকোর্ট মঙ্গলবার এই পর্যবেক্ষণ দেয়।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ সিদ্ধান্ত দেয়। এই পর্যবেক্ষণে বলা হয় আপিল চলাকালীন অবস্থায়ও দুই বছরের অধিক দন্ড পাওয়া কেহই নির্বাচন করতে পারবেন না যদি না উচ্চ আদালতে রায় স্থগিত কিংবা বাতিল হয়। তবে দুই বছর কিংবা তার অধিক সময় যারা দন্ডিত হয়ে সাজা খেটেছেন এবং সাজা খাটার শেষ সময় থেকে কমপক্ষে ৫ বছর অতিবাহিত না হলে তিনিও নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন।

বেগম খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাষ্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় যথাক্রমে ১০ বছর ও ৭ বছর দন্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। এর মধ্য জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলার সাজা বাতিল চেয়ে বেগম খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেছিলেন। কিন্তু আপিল বিভাগের একটি বেঞ্চ এই মামলায় খালেদা জিয়ার সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছে। জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় নিন্ম আদালতে বেগম জিয়ার ৭ বছরের সাজা হয়েছে। এই মামলায় সাজা বাতিল চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে আপিল আবেদন জমা দিয়েছেন। এই মামলার শুনানী হতেও সময় লাগবে। ফলে দৃশ্যত ও আইনতভাবে বিচার বিশ্লেষন করলে দেখা যায় খালেদা জিয়া একাদশ নির্বাচনে অংশ গ্রহনের অযোগ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *