নরসিংদীর রায়পুরায় নৌকার মাঝি রাজুই থাকলেন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নরসিংদী-৫, রায়পুরা আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন  বর্তমান এমপি রাজি উদ্দিন আহমেদ রাজুই। এর আগে তিনি এই আসন থেকে ৫ বার এমপি নির্বাচিত হয়েছিলেন। প্রবীন এই নেতার দলীয় মনোনয়ন নিয়ে এবার কিছুটা ধূম্রজাল সৃস্টি হয়েছিল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজুসহ মোট ৬ জন আওয়ামীলীগের মনোনোয়ন চেয়েছিলন। এদের মধ্য অন্যতম কেন্দ্রীয় যুবলীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ ও  আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট রিয়াজুল কবির কাওয়াছার। এ ছাড়াও মনোনোয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন রাজি উদ্দিন আহমেদের ছোট ভাই সালাউদ্দিন বাচ্চু, ছেলে রাজিব আহমেদ পার্থ ও ব্যারিস্টার তৌফিক আহমেদ। এদের অনেকেরই রয়েছে আওয়ামীলীগের সর্বোচ্চ মহলে যোগাযোগ। তাই রায়পুরায় অনেকেই মনে করেছিলেন রাজু হয়ত এবার দলীয় মনোনয়ন পাবেন না। রায়পুরার মুষ্টিমেয় কিছু মানুষের ধারনাকে ভুল প্রমান করে তিনি এবারও শেখ হাসিনার আস্তার প্রতীক হিসাবে নৌকার কান্ডারী হয়েছেন।

রাজি উদ্দিন আহমেদ রাজুর মনোনয়নের খবরে রায়পুরার সাধারন মানুষ যারপরনাই খুশী। রায়পুরার ভোটাররা আশা করছে এইবারও রাজু বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে রায়পুরার অসমাপ্ত কাজগুলি এগিয়ে নিয়ে যাবেন, রায়পুরা হবে আরো সমৃদ্ধশালী। তবে তার মনোনয়নে রায়পুরার বিএনপি শিবিরে কিছুটা হতাশা দেখা দিয়েছে। কারন রায়পুরাতে বিএনপির ভালো প্রার্থী নাই। রাজুর পরিবর্তে অন্য কেউ নৌকার প্রার্থী হলে ধানের শীষের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হত। রাজুর মনোনয়নের মধ্য দিয়ে রায়পুরায় বিএনপির জয়লাভের আশা ক্ষীন হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *