আওয়ামীলীগের দলীয় মনোনয়নের চিঠি বিতরণ চলছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন যারা পেয়েছেন তাদেরকে আজ সকাল থেকে মনোনয়ন পত্র দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনোয়ন পত্রের চিঠি বিতরন করা হচ্ছে। আজ সকাল সাড়ে নয়টা থেকে এই মনোনয়ন পত্র বিতরন শুরু হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন তাদের অধিকাংশ ইতিমধ্য বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এই মনোনয়ন পত্র বিতরন করছেন। মনোনয়ন পত্রে প্রার্থীর নাম, আসন নং ও থানার নাম রয়েছে। এই মনোনয়ন পত্রে সই করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা।

 

ইতিমধ্য যারা মনোনয়ন পত্র পেয়েছেন তাদের নাম নীচে দেওয়া হল—–

১। শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬),২। ওবায়দুল কাদের (নোয়াখালী-৫).৩। মুজিবুল হক (কুমিল্লা-১১), ৪। ডা. দীপু মনি (চাঁদপুর-৩), ৫। শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), ৬। সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), ৭। শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), ৮। আসাদুজ্জামান খাঁন (ঢাকা-১২), ৯। সাদেক খান (ঢাকা-১৩), ১০। আসলামুল হক (ঢাকা-১৪), ১১। নিজামউদ্দিন হাজারী (ফেনী-২), ১২। খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), ১৩। সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), ১৪। ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মিনসিংহ-১০), ১৫। শেখ জুয়েল (খুলনা-২), ১৬। মাশরাফি বিন মোর্ত্তজা (নড়াইল-২), ১৭। মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), ১৮। ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), ১৯। এনামুল হক (রাজশাহী-৪), ২০। অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন (পঞ্চগড়-২), ২১। রমেশচন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), ২২। দবিরুল ইসলাম (ঠাকুরগাঁও-২), ২৩। ইকবালুর রহিম (দিনাজপুর-৩), ২৪। আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), ২৫। অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (দিনাজপুর-৫), ২৬। আসাদুজ্জামান নূর (নীলফামারী-২), ২৭। মোতাহার হোসেন (লালমনিরহাট-১), ২৮। নুরুজ্জামান আহমেদ (লালমনিরহাট-২), ২৯। টিপু মুনশি (রংপুর-৪), ৩০। এইচএন আশিকুর রহমান (রংপুর-৫), ৩১। মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), ৩২। ডা. ইউনুস আলী সরকার (গাইবান্ধা-৩), ৩৩। শামসুল আলম দুদু (জয়পুরহাট-১), ৩৪। আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), ৩৫। আবদুল মান্নান (বগুড়া-১), ৩৬। ইসরাফিল আলম (নওগাঁ-৬), ৩৭। ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), ৩৮। প্রকৌশলী এনামুল হক (রাজশাহী-৪), ৩৯। শাহরিয়ার আলম (রাজশাহী-৬), ৪০। অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), ৪১। মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), ৪২। ডা. হাবিবে মিল্লাত (সিরাজগঞ্জ-২), ৪৩। আবদুল মজিদ মন্ডল (সিরাজগঞ্জ-৫), ৪৪। হাসিবুর রহমান স্বপন (সিরাজগঞ্জ-৬), ৪৫। আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), ৪৬। মকবুল হোসেন (পাবনা-৩), ৪৭। শামসুর রহমান শরীফ ডিলু (পাবনা-৪), ৪৮। গোলাম ফারুক প্রিন্স (পাবনা-৫), ৪৯। ফরহাদ হোসেন দোদুল (মেহেরপুর-১), ৫০। মাহবুবউল আলম হানিফ (কুষ্টিয়া-৩), ৫১। আবদুর রউফ (কুষ্টিয়া-৪), ৫২। সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (চুয়াডাঙ্গা-১), ৫৩। আলী আজগার টগর (চুয়াডাঙ্গা-২), ৫৪। শেখ আফিল উদ্দিন (যশোর-১), ৫৫। কাজী নাবিল আহমেদ (যশোর-৩), ৫৬। রণজিৎ কুমার রায় (যশোর-৪), ৫৭। স্বপন ভট্টাচার্য (যশোর-৫), ৫৮। ইসমাত আরা সাদেক (যশোর-৬), ৫৯। বীরেন শিকদার (মাগুরা-২), ৬০। সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), ৬১। শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১), ৬২। হাবিবুন্নাহার (বাগেরহাট-৩), ৬৩। পঞ্চানন বিশ্বাস (খুলনা-১), ৬৪। মুন্নুজান সুফিয়ান (খুলনা-৩), ৬৫। আবদুস সালাম মুর্শেদী (খুলনা-৪), ৬৬। নারায়ণচন্দ্র চন্দ (খুলনা-৫), ৬৭। অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক (সাতক্ষীরা-৩), ৬৮। এসএম জগলুল হায়দার (সাতক্ষীরা-৪), ৬৯। অ্যাডভোকেট ধীরেন্দ্রচন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), ৭০। শওকত হাচানুর রহমান রিমন (বরগুনা-২), ৭১। তোফায়েল আহমেদ (ভোলা-১), ৭২। নুরুন্নবী চৌধুরী শাওন (ভোলা-৩), ৭৩। আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪), ৭৪। আবুল হাসানাত আবদুল্লাহ (বরিশাল-১), ৭৫। অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস (বরিশাল-২), ৭৬। পংকজ দেবনাথ (বরিশাল-৪), ৭৭। জেবুন্নেছা আফরোজ (বরিশাল-৫), ৭৮। আমির হোসেন আমু (ঝালকাঠি-২), ৭৯। ড. আবদুর রাজ্জাক (টাঙ্গাইল-১), ৮০। আতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), ৮১। হাসান ইমাম খান (টাঙ্গাইল-৪), ৮২। ছানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), ৮৩। একাব্বর হোসেন (টাঙ্গাইল-৭), ৮৪। সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), ৮৫। রেজওয়ান আহমেদ তৌফিক (কিশোরগঞ্জ-৪), ৮৬। নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), ৮৭। আফজাল হোসেন (কিশোরগঞ্জ-৫), ৮৮। নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬), ৮৯। এএম নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১), ৯০। জাহিদ মালেক স্বপন (মানিকগঞ্জ-৩), ৯১। সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সীগঞ্জ-২), ৯২। অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস (মুন্সীগঞ্জ-৩), ৯৩। নসরুল হামিদ বিপু (ঢাকা-৩), ৯৪। সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), ৯৫। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), ৯৬। একেএম রহমতুল্লাহ (ঢাকা-১১), ৯৭। আসাদুজ্জামান খাঁন কামাল (ঢাকা-১২), ৯৮। কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫), ৯৯। ইলিয়াস উদ্দিন মোল্লা (ঢাকা-১৬), ১০০। আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), ১০১। জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), ১০২। সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), ১০৩। মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), ১০৪।  লে. কর্নেল (অব) নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক (নরসিংদী-১), ১০৫। সিরাজুল ইসলাম মোল্লা (নরসিংদী-৩), ১০৬। অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), ১০৭। রাজি উদ্দিন আহমেদ, ১০৮। নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), ১০৯। একেএম শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪), ১১০। কাজী কেরামত আলী (রাজবাড়ী-১), ১১১। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (ফরিদপুর-৩), ১১২। কাজী জাফরউল্লাহ (ফরিদপুর-৪), ১১৩। লে. কর্নেল (অব) ফারুক খান (গোপালগঞ্জ-১),১১৪। শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ-২), ১১৫। শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), ১১৬। নূর-ই-আলম চৌধুরী লিটন (মাদারীপুর-১), ১১৭। শাজাহান খান (মাদারীপুর-২), ১১৮। একেএম এনামুল হক শামীম (শরীয়তপুর-২), ১১৯। ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), ১২০। নাহিম রাজ্জাক (শরীয়তপুর-৩), ১২১। মির্জা আজম (জামালপুর-৩), ১২২। রেজাউল করিম হিরা (জামালপুর-৫), ১২৩। আতিউর রহমান আতিক (শেরপুর-১), ১২৪। মতিয়া চৌধুরী (শেরপুর-২), ১২৫। একেএম ফজলুল হক চান (শেরপুর-৩), ১২৬। জুয়েল আরেং (ময়মনসিংহ-১), ১২৭। অ্যাডভোকেট মোসলেম উদ্দিন (ময়মনসিংহ-৬), ১২৮। ফাহমী গোলন্দাজ বাবেল (ময়মনসিংহ-১০), ১২৯। অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩), ১৩০। ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন (সুনামগঞ্জ-১), ১৩১। জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), ১৩২। এমএ মান্নান (সুনামগঞ্জ-৩), ১৩৩। মুহিবুর রহমান মানিক (সুনামগঞ্জ-৫), ১৩৪। ড. মোহাম্মদ ফরাসউদ্দিন (হবিগঞ্জ-৪), ১৩৫। মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস (সিলেট-৩), ১৩৬। ইমরান আহমদ (সিলেট-৪), ১৩৭। নুরুল ইসলাম নাহিদ (সিলেট-৬), ১৩৮। শাহাব উদ্দিন (মৌলভীবাজার-১), ১৩৯। সৈয়দা সায়রা মহসিন (মৌলভীবাজার-৩), ১৪০। অ্যাডভোকেট আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), ১৪১। ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬), ১৪২। অ্যাডভোকেট আবদুল মতিন খসরু (কুমিল্লা-৫), ১৪৩। আ ক ম বাহাউদ্দিন বাহার (কুমিল্লা-৬), ১৪৪। অধ্যাপক আলী আশরাফ (কুমিল্লা-৭), ১৪৫। আ হ ম মুস্তফা কামাল লোটাস (কুমিল্লা-১০), ১৪৬। মুজিবুল হক (কুমিল্লা-১১), ১৪৭। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম (চাঁদপুর-২), ১৪৮।ডা. দীপু মনি (চাঁদপুর-৩), ১৪৯। এইচএম ইব্রাহিম (নোয়াখালী-১), ১৫০। একেএম শাজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), ১৫১। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (চট্টগ্রাম-১), ১৫২। ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), ১৫৩। ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), ১৫৪। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (চট্টগ্রাম-১৩), ১৫৫। সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩), ১৫৬। শাহীন আক্তার চৌধুরী (কক্সবাজার-৪), ১৫৭। কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি) ও ১৫৮। বীর বাহাদুর উ শৈ সিং (বান্দরবান), ১৫৯। হাবিবুর রহমান (বগুড়া-৫), ১৬০। সাধনচন্দ্র মজুমদার (নওগাঁ-১), ১৬১। শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), ১৬২। আবদুল মালেক (নওগাঁ-৫),

আরো আছেন (চলবে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *