পুলিশ বিনা কারনে কাউকে গ্রেপ্তার করছে না-সিইসি

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, পুলিশ বিনা কারনে কাউকে গ্রেপ্তার করছে না। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। নেতা-কর্মীদের গ্রেপ্তার-হয়রানি নিয়ে বিএনপির টানা অভিযোগের প্রেক্ষাপটে শনিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নূরুল হুদা।
বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট অভিযোগ করে আসছে, পুলিশ বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার-হয়রানি থামায়নি, ফলে নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিত হচ্ছে না। এ প্রসংগে সিইসি বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজমান আছে। নির্বাচন কমিশন আইন মতই এগিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন সরকারের হাতে নয়, নির্বাচন কমিশনের অধীনেই কাজ করছে বলে সিইসি জানান।