বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহসানুল হক মিলন গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম আহসানুল হক মিলনকে চট্রগ্রাম থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাদপুরের বিভিন্ন আদালতে ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি রয়েছে। ২০১০ সালে তিনি জামিনে মুক্তি পেয়ে মালয়েশিয়া চলে যান।
গোয়েন্দা সূত্রের খবরে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারে ১০ দিন আগে মিলন বিদেশ থেকে ফেরত এসে চট্রগ্রামে আত্ন গোপন করে আছেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল তাকে শাহ আলম নামে চট্রগ্রামের এক ব্যবসায়ীর বাসা থেকে গ্রেপ্তার করে। সেখান থেকে আজ তাকে চাদপুরে নিয়ে আসার কথা রয়েছে। এহসানুল হক মিলনের নামে তার স্ত্রী নাজমুন নাহার বেবী চাদপুরের কচুয়ার জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।