মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের কঠোর হুশিয়ারী
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইরানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর হুশিয়ারী বার্তা দেওয়া হয়েছে। ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর একজন কমান্ডার এই হুশিয়ারি বার্তা দেন। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। ইরানের বিরুদ্ধে পরমানু কর্মসূচী চালিয়ে যাওয়ার অভিযোগ এনে যুক্তরাষ্ট্র এই অবরোধ আরোপ করে। এর আগে ট্রাম্প ইরানের সাথে করা আগের পরমানু চুক্তি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেন। কিন্তু এই চুক্তিতে স্বাক্ষর করা অন্যান্য দেশ চুক্তি থেকে সরে না যেতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল। এক তরফাভাবে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেড়িয়ে যায়। এর পর থেকেই ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।
ইরানের পক্ষ থেকে বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার জানিয়েছেন, তারা তাদের ক্ষেপনাস্ত্রগুলিকে আরো শাণিত করে তুলছেন। তাদের ক্ষেপনাস্ত্রগুলি যাতে নিখুতভাবে লক্ষে আঘাত আনতে পারে সেই জন্য আপগ্রেড করছেন। কাতার, সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানে যে মার্কিন ঘাটি রয়েছে তা পাল্লার মধ্যই আছে বলে ইরান জানিয়েছে। উপসাগরে যে মার্কিন বিমানবাহী রনতরী রয়েছে তাও ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যই আছে।