চট্রগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর৩৬৫ ডটকম
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চট্রগ্রাম টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। দলীয় ১ রানের মাথায় ব্যক্তিগত ০ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন সৌম্য সরকার। মমিনুল ৫৯ বলে ৪৬ আর ইমরুল কায়েস ৬৪ বলে ২৭ রান নিয়ে ব্যাট করছেন। দলীয় রান ৭৯, ১ উইকেটের বিনিময়ে, ২১তম ওভারের খেলা চলছে।দীর্ঘদিন আঙ্গুলের ইঞ্জুরিতে মাঠের বাইরে থাকার পর আজ খেলছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। এই টেস্টের মধ্য দিয়ে অভিষেক হবে নাইম হাসানের। দলে ফিরেছেন সৌম্য সরকার, বাদ পড়েছেন লিটন দাস। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭৯/১।