নরসিংদীর ৫ আসনেই আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত, শুধু ঘোষনার অপেক্ষায়
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিভিন্ন সূত্র থেকে জানা যায় নরসিংদীর ৫টি আসনেই আওয়ামীলীগের মনোনয়ন দলের পালামেন্টারী বোর্ড চুড়ান্ত করেছে। নতুন মুখ নির্বাচন করে দল অনিশ্চয়তায় পড়তে চায় না। ফলে বর্তমান এমপিরা সকলেই এবারও স্ব স্ব আসনের মনোনয়ন পেয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে।
ইতিমধ্যই তারা কেন্দ্র থেকে সবুজ সংকেত পেয়েছেন বলে জানা গেছে। মূলত যারা আওয়ামীলীগের মনোনয়ন পাবেন তাদেরকে সাক্ষৎকারের সময় ইঙ্গিত দেওয়া হয়েছে। তাই তারা মাঠে কাজ শুরু করে দিয়েছেন। অপরদিকে আওয়ামীলীগের প্রতিদ্বন্দ্বি বাকী প্রার্থীরাও বুঝে গেছেন তারা মনোনয়ন পাবেন না। কেন্দ্রীয়ভাবে ২৪ অথবা ২৫শে নভেম্বর আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করা হবে বলে দলের সাধারন সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।