আওয়ামীলীগে যোগদানের অপেক্ষায় আছে বিএনপির একাধিক নেতা-ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপির একাধিক নেতা আওয়ামীলীগে যোগদানের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন আওয়ামীলীগের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন ঐ নেতারা। আওয়ামীলীগ সবুজ সংকেত দিলেই তারা আওয়ামীলীগে যোগদান করবে।

ফাইল ফটো
আজ দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির অনেক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেও কাদের জানান। শেখ হাসিনা অনুমতি দিলেই বিএনপি ছাড়ার হিড়িক পড়ে যাবে। শেখ হাসিনা অনুমতি দিলেই সারাদেশ থেকে বিএনপি নেতা কর্মীদের আওয়ামীলীগে যোগদানের ঢল নামবে বলে কাদের মন্তব্য করেন।
সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের এই সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।