জীবন মরনের সন্ধিক্ষণে চলচ্চিত্রকার আমজাদ হোসেন, চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেন জীবন মরনের সন্ধিক্ষণে আছেন। রবিবার সকালে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর তেজগাঁয়ের ইম্পালস হসপিটালে ভর্তি আছেন। তাকে হসপিটালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার ছেলে সোহেল আরমান এই তথ্য নিশ্চিত করেছেন।
১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে আমজাদ হোসেনের জন্ম। ছোট বেলা থেকেই আমজাদ হোসেন সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। ১৯৬১ সালে হারানো দিন ছবিতে অভিনয় দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন আমজাদ হোসেন। ধীরে ধীরে তিনি চিত্রনাট্য রচনা ও পরিচালনায় আসেন। ১৯৬৭ সাল থেকে তিনি এ পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। তার পরিচালিত চলচ্চিত্রগুলির মধ্য ‘গোলাপী এখন ট্রেনে’ ও ‘ভাত দে’ বিশেষ খ্যাতি পায়। শ্রেষ্ট চলচ্চিত্র পরিচালক, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারেও তিনি ভূষিত হন বেশ কয়েকবার।
আমজাদ হোসেনের ছেলে দুদুল ও সোহেল আরমান আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে দেখা করে বাবার অসুস্থ্যতার কথা জানান। প্রধানমন্ত্রী আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে সোহেল আরমান ও দুদুল জানিয়েছেন।