৩০শে ডিসেম্বর ভোট যুদ্ধ নাকি ভোট উৎসব

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্টিত হবে। তাই সারাদেশে নির্বাচনী আবহাওয়া বইছে। শহর কিংবা গ্রাম সর্বত্রই এখন ভোটের আমেজ বিরাজমান। প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে যেয়ে ভোট চাচ্ছেন। ১০ম জাতীয় সংসদ বিএনপিসহ কিছু দল বর্জন ও প্রতিহত করায় সেই নির্বাচন তেমন জমে উঠেনি। কিন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলই অংশ গ্রহন করতে যাচ্ছে। তাই এই নির্বাচন অত্যান্ত প্রতিযোগিতাপূর্ণ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
তবে এই নির্বাচনকে কেন্দ্র করে নানা মহল থেকে নানা রকম বিতর্কিত বক্তব্য প্রধান করা হচ্ছে। এই সমস্ত বিতর্কিত বক্তব্যের কারনে ভোটারদের মাঝে ভোট দেওয়া নিয়ে ভয়ও কাজ করছে। যেমন কোন কোন মহল থেকে এই নির্বাচনে ভোট প্রধানকে বলা হচ্ছে ভোট যুদ্ধ। আসলে যুদ্ধ মানেই হচ্ছে ভয়ংকর পরিবেশ যেখানে প্রান ও সম্পদ দুটিই নষ্ট হয়। তাই নির্বাচনে ভোট দেওয়াকে ভোট যুদ্ধ বলা কোনক্রমেই সমেচীন না। আমরা এই ভোটের দিনে ভোট প্রদানকে ভোট উৎসব বলতে পারি। আর ভোট উৎসবে মানুষ আনন্দ ও আগ্রহ নিয়ে ভোট দিতে যাবে। ফলে ভোটারদের মাঝে স্ব স্ব প্রার্থীর পক্ষে ভয় ভীতি ছাড়া উৎসাহ উদ্দীপনাসহ ভোট প্রদানে আগ্রহ থাকবে।
নানা মহল থেকে ভোটকে বাধাগ্রস্ত করার জন্য নানা রকমের চেষ্টা চলছে। নানা রকমের গুজব ছড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের পরিবেশ নস্যাৎ করার প্রচেষ্টাও কোন কোন মহল থেকে করা হচ্ছে। আগামী নির্বাচনে প্রধান অন্তরায় হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব। গুজব অতি দ্রুত ছড়ায় ও সারাদিনই এটি কার্যকর থাকে। পক্ষান্তরে দিনশেষে গুজব দুর্বল হয়ে যায় ও সত্য তখন বেড়িয়ে আসে। আর আমাদের দেশে গুজবে মানুষ কান দেয় বেশী। আগামী নির্বাচনে সুষ্ঠভাবে ভোট দিতে হলে গুজব সম্পর্কে সজাগ থাকতে হবে সকল ভোটারকে।