প্রবল বর্ষণে বিপর্যস্ত কুয়েত, চলছে জরুরী অবস্থা

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মধ্য প্রাচ্যের দেশ কুয়েতে প্রবল বর্ষণে জীবন যাত্রা ব্যহত। এই ভারী বর্ষণ শুরু হয়েছে এ মাসের শুরু থেকেই। বৃষ্টির পানি নিন্মাঞ্চল দিয়ে নামার সময় ভাসিয়ে নিয়ে যাচ্ছে সকল ধরনের গাড়ি। সেই সাথে রাস্তার পাশে থাকা অনেক অস্থায়ী স্থাপনাও। ফলে দেশ জুড়ে চলছে চরম বিপর্যয়। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। ঘন ঘন ব্জ্রপাতসহ বৃষ্টি হচ্চে কুয়েত জুড়ে।

কুয়েত আন্তর্জাতিক বিমান বন্দরও পানিতে ডুবে যাওয়ায় সকল ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে সেখানে। কুয়েতগামী ফ্লাইটগুলিকে মানামা, দুবাই ও কাতারে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সরকারী ঘোষনায় বন্ধ রয়েছে। জনসাধারনকে ঘর থেকে বের না হতে সরকার সতর্ক করে দিয়েছে। আর এমনিতেই বৃষ্টি ও ব্জ্রপাতের কারনে মানুষ ঘর থেকে ভয়ে বের হচ্ছে না। জনসাধারনকে বলা হয়েছে কমপক্ষে ১ সপ্তাহের শুকনা খাবার ঘরে রাখার জন্য। দিয়াশলাই ও মোমবাতিও সাথে রাখতে সরকারী ঘোষনায় বলা হয়েছে।গত কয়েকদিনে কুয়েতে ৯৮ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত ৪০ বছরেও কুয়েতে এমন বিপর্যয় দেখা যায়নি। এই ভারী বৃষ্টিপাতে কুয়েতের অবকাঠামো ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা হয়েছে, রাস্তার পিচ উঠে গেছে, আবার কোথাও রাস্তায় গর্ত সৃষ্টি হয়েছে।

একেবারেই জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। কুয়েতের বর্ডার সংলগ্ন সৌদি শহর হাফার আল বাতিনেও এই বিপর্যয় দেখা দিয়েছে। এই শহর থেকে পানিবন্ধী বহু মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। কুয়েত সীমান্ত সংলগ্ন ইরান সীমান্তেও একই অবস্থা বিরাজমান।

কুয়েতে প্রবল বর্ষনে ভয়াবহ অবস্থা। এটি ১১/১১/২০১৮ এ ধারন করা ভিডিও।

Posted by বিডি খবর তিনশতপয়ষটি ডটকম on Thursday, November 15, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *