২৫ রানে ৪ উইকেট পতনের পর মাহমুদুল্লাহ আর মিথুনের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মিরপুর টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে মাত্র ১০ রানেই বাংলাদেশের টপ অর্ডারের ৩ উইকেটের পতন ঘটে। ইমরুল কায়েস, লিটন দাস ও মুমিনুল একে একে সাজঘরে ফিরে যান। আর দলীয় ২৫ রানের মাথায় বাংলাদেশের টপ অর্ডারের আরেক ভরসার নাম মুশফিকুর রহিম সিম্পল ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলে কঠিন চাপে পড়ে বাংলাদেশ।
এই অবস্থা থেকে মোঃ মিথুন ও মাহমুদুল্লাহ সতর্কতার সাথে ব্যাট চালিয়ে দলকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মিথুন আর মাহমুদুল্লাহ ১৪৩ রানের একটি চমৎকার পার্টনারশিপ গড়েছেন। যার ফলে বিপর্যয় অবস্থা কাটিয়ে দলের রান দাঁড়ায় ১৪৩/৪। মাহমুদুল্লাহ ব্যাক্তিগত ৫৪ ও মিথুন ব্যক্তিগত ৬৭ রান নিয়ে খেলছেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৫২২। মমিনুল আউট হয়েছিলেন ১৬১ রান করে এবং মুশফিকুর রহিম ২১৯ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ ৬৮ রানের একটি সুন্দর খেলা উপহার দিয়ে অপরাজিত ছিলেন। জবাবে জিম্বাবুয়ে ১ম ইনিংসে ৩০৪ রান করে সব কটি উইকেট হারিয়ে। ফলে বাংলাদেশ ৩৬১ রানের লিড নিয়ে এগিয়ে যাচ্ছে। খেলা চলছে
স্কোরঃ বাংলাদেশ ৫২২/৭ ডি ও ১৪৩/৫ (চলছে)
জিম্বাবুয়ে ৩০৪/১০