মিরপুর টেস্টে বাংলাদেশের ১ম ইনিংসে ৫২২/৯ ডি এর জবাবে জিম্বাবুয়ের ৩০৪/১০
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মিরপুর টেস্টের ১ম ইনিংসে বাংলাদেশ ৭ উইকেট খরচ করে ৫২২ রান করে ইনিংস সমাপ্তি ঘোষনা করে। ১ম ইনিংসে দলীয় ২৬ রানের মধ্যেই বাংলাদেশ টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। ইমরুল কায়েস ১৬ বল খেলে ০ রানে দলীয় ১৩ রানে আউট হন। তারপর দলীয় ১৬ রানে লিটন দাস ও দলীয় ২৬ রানে মোঃ মিথুন আউট হন। দলের এই বিপর্যয়ে সতর্কতার সাথে শক্তভাবে হাল ধরেন বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মুমিনুল হক।
মুশফিক আর মুমিনুল হক দলের রান নিয়ে যান ২৬ থেকে ২৯২ এ। দলীয় ২৯২ রানের মাথায় ব্যক্তিগত ১৬১ রান করে আউট হন মুমিনুল হক। সুন্দর সাবলীলভাবে খেলে যান মুশফিক আর তাইজুল। দলীয় ২৯৯ রানে তাইজুল আউট হন। পরে আসেন মাহমুদুল্লাহ। দলীয় ৩৭২ রানের মাথায় ব্যক্তিগত ৩৬ রান করে আউট হন মাহমুদুল্লাহ। এর পর ৭ম উইকেটের পতন হয় দলীয় ৩৭৮ রানে। তারপর আর উইকেট পরেনি। মুশফিকুর রহিম খেলেন তার টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংসটি। মুশফিক ব্যক্তিগত ২১৯ রান করে অপরাজিত থেকে দলীয় ৫২২ রানে ইনিংস ঘোষনা করেন। অপর প্রান্তে ৬৮ রান নিয়ে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের স্কোরঃ ৫২২/৭ ডি।জবাবে জিম্বাবুয়ে খেলতে নেমে সব কটি উইকেট হারিয়ে ৩০৪ রান করে। জিম্বাবুয়ের পক্ষে ব্রেন্ডন টেলর ১১০ রান ও পিজি মোর ৮৩ রান করেন। জিম্বাবুয়ের স্কোরঃ ৩০৪/১০। ফলে জিম্বাবুয়ে ২১৮ রানে পিছিয়ে আছে। বুধবার চতুর্থ দিনের খেলা শুরু হবে।