বেগম খালেদা জিয়া কি আসলেই অসুস্থ্য, নির্বাচন করবেন কিভাবে?

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ফেনীসহ দেশের বিভিন্ন আসনে খালেদা জিয়ার জন্য ৩টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। কি হবে এই মনোনয়ন ফর্ম দিয়ে? একদিকে তিনি অসুস্থ্য অপরদিকে আইনের দৃষ্টিতে অপরাধী। তিনি কোন আইনে কিংবা আইনের ফাকফুকরে নির্বাচন করবেন সাধারন মানুষের কাছে তা বোধগম্য নয়। একটু বিশ্লেষন করে দেখা যাক……

দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি এখন জেলে সাজা খাটছেন। জিয়া অর্ফানেজ ট্রাষ্ট মামলায় তার ১০ বছরের সশ্রম সাজা হয়েছে। আর জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় তার ৭ বছরের সাজা হয়েছে। জিয়া অর্ফানেজ ট্রাষ্ট মামলায় খালেদা জিয়ার সাজা বাতিল কিংবা কমে নাই। বরং সাজা বৃদ্ধি করে ১০ বছর করা হয়েছে। তাহলে আইনের দৃষ্টিতে তার সাজা স্থগিত কিংবা বাতিল না হলে তিনি নির্বাচন করতে পারবেন না। নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৯শে নভেম্বর। এরই মাঝে বেগম জিয়ার জামিন পাওয়া কিছুটা সম্ভব হলেও কিন্তু তার দুই মামলায় সাজা স্থগিত কিংবা বাতিলের সম্ভাবনা একেবারেই ক্ষীন। কাজেই ধরে নেওয়া যায় তিনি নির্বাচন করার জন্য অযোগ্য হবেন। যতটুকু জানা গেছে তবুও তার মনোনয়ন পত্র নির্বাচন কমিশনে সাবমিট করা হবে। যদি কোন ফাকফুকর বেড়িয়ে আসে……

অপরদিকে তিনি দারুন অসুস্থ্য। বিএনপি নেতারা প্রায়শই এই অভিযোগ করে থাকেন। বেগম জিয়া হাটতে পাড়ছেন না কারন তার দুই পায়ে সমস্যা, হাটুতে সমস্যা, তার কিডনী ও হার্টেও সমস্যা আছে, তিনি ঘাড় নারাতে পারেন না, তার বাম হাত নাকি বাকা হয়ে গেছে ইত্যাদি আরো অনেক শারীরিক সমস্যা রয়েছে বেগম জিয়ার। আর শারীরিক এই সমস্ত সমস্যার কারনে তিনি কোর্টে পর্যন্ত হাজিরা দিতে পারেন না। এখন প্রশ্ন এতসব সমস্যা নিয়ে তিনি নির্বাচন করবেন কিভাবে? স্বাস্থ্যগত বিবেচনায়ও তিনি অযোগ্য। স্বাস্থ্যগত বিষয়টাকে বিএনপি নেতারা কিভাবে ব্যাখ্যা করবেন তা এখন দেখার বিষয়। এখন প্রশ্ন আসতেই পারে খালেদা জিয়া কি সুস্থ্য নাকি অসুস্থ্য। তিনি কি সুস্থ্য থেকেই অসুস্থ্যতার ভান করছেন ইত্যাদি নানাবিদ প্রশ্নের উত্তর পাওয়া যাবে অল্প কয়েক দিনের মধ্যই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *