সাকিব আল হাসান নির্বাচনে প্রার্থী হবেন না

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
গতকাল শনিবার আওয়ামীলীগের পক্ষ থেকে জানানো হয়েছিল মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আলা হাসান রবিবার আওয়ামীলীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন। আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদ ব্যারিস্টার বিল্পব বড়ুয়া এই তথ্য জানিয়েছিলেন। মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য তারা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে শনিবার দুপুরে যোগাযোগ করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করার আগ্রহ প্রকাশ করেছিলেন বলে বিল্পব জানিয়েছিলেন।
রাতে প্রধানমন্ত্রীর সাথে গনভবনে দেখা করেন সাকিব আল হাসান। এই সময় শেখ হাসিনা সাকিবকে বলে, ‘সামনে বিশ্বকাপ খেলা চালিয়ে যাও’। ফলে সাকিব আল হাসান নির্বাচন করছেন না বলে পরিস্কার হল। অপরদিকে মাশরাফি আজ মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে।