যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা ২৩

নিউজ ডেস্কঃ বি বিডি খবর ৩৬৫ ডটকম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গ রাজ্যে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৩ শে দাড়িয়েছে। গত কয়েকদিন যাবৎ এই দাবানল লন্ডভন্ড করে দিয়েছে সেখানকার বন ও সংলগ্ন আবাসিক স্থাপনাগুলি। ভয়াবহ এই তান্ডবের কারনে কয়েক হাজার মানুষকে সেখান থেকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল শহর প্যারাডাইস প্রায় সম্পূর্ণভাবেই পুড়ে ছাই হয়ে গেছে। সেখানকার বাড়িঘরগুলি আগুনে পুড়ে গেছে। গত কয়েকদিনে আগুনে পুড়া ১৪টি দেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু দেহগুলিকে সনাক্ত করা যাচ্ছে না। পরে আরো ৯টি মৃত দেহ উদ্ধার করা হয়। ভয়াবহ এই দাবানলের নাম দেওয়া হয়েছে ‘ক্যাম্প ফায়ার’। ক্যাম্প ফায়ারের আগুনে প্যারাডাইসের ৬,৭০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ায় দাবানলে স্থাপনা পুড়ে যাওয়ার এটিই সর্বোচ্চ রেকর্ড। বিভিন্ন উদ্ধারকারী সংস্থাগুলি সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। আগুন নিভাতে বিভিন্ন রকমের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। সেখানকার স্কুল ও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিও আগুনে পুড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *