বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে আবার কারাগারে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

প্রায় এক মাস পর বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে কারাগারে ফিরেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার অবস্থা এখন স্থিতিশীল আছে। আজ সকাল ১১টায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বেগম জিয়াকে হাসপাতাল থেকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে নিয়ে যাওয়া হয়।

ফাইল ফটো

তার আগে বেগম খালেদা জিয়ার ব্যবহৃত জিনিষ পত্র অন্য গাড়িতে করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। কারাগার থেকে ১২টায় খালেদা জিয়াকে নাইকো দুর্নীতি মামলার শুনানীতে কারাগারে স্থাপিত আদালতে হুইল চেয়ারে করে হাজির করা হয়। গতকালই আইন মন্ত্রনালয় এক প্রজ্ঞাপন জারি করে নাইকো মামলার এজলাসের স্থান পরিবর্তন করে নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নং কক্ষে স্থানান্তর করে।

বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে খালেদা জিয়াকে দেখে জানিয়েছেন, ‘তিনি এখনো দারুন অসুস্থ্য’।

Leave a Reply

Your email address will not be published.