নাইকো দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়েছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নাইকো দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়েছে। বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয়। কেন্দ্রীয় কারাগারের বিশেষ আদালতেই এই মামলার বিচার কাজ চলবে।
আজ এই মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য আছে। সকাল সাড়ে ১১টার সময় খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়। গতকালই আইন মন্ত্রনালয় প্রজ্ঞাপন জারি করে এই মামলার আদালতের স্থান পরিবর্তন করে পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসে। এখানে প্রশাসনিক ভবনের ৭ নং কক্ষে এই মামলার বিচার কাজ চলবে। এই ৭ নং কক্ষটিকে বিশেষ আদালত হিসাবে ঘোষনা করা হয়েছে।
নাইকো মামলাটি দায়ের করা হয় সেনাশাসিত তত্ত্বাবদায়ক সরকারের আমলে ২০০৭ সালে। এই মামলার বাদী দুর্নীতি দমন কমিশন। মামলায় অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন। খালেদা জিয়া ছাড়া এই মামলার অপর আসামীরা হলেন-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মোঃ শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এম এ এইচ সেলিম ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।