আগামী ২৩শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন-জাতির উদ্দেশ ভাষনে সিইসি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আগামী ২৩শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষনে এ কথা জানান। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৯শে নভেম্বর সোমবার ও যাচাই বাছাই করে প্রকাশ ২২শে নভেম্বর বৃহস্পতিবার । প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে ২৯শে নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।
প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষনে তফসিল ঘোষনার পর আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনগুলি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করেছে।